সুস্থতার স্বার্থে বিশুদ্ধতার অঙ্গীকার

আমাদের গল্প

Prevention is better than cure – প্রবাদটি ছোটবেলায় সবাই শিখে থাকলেও এর বাস্তব প্রয়োগে আমাদের অনীহা প্রচুর। লোকে বলে, বাঙ্গালীরা অসুস্থ হওয়ার আগে স্বাস্থ্যকর জীবনাচরণে আগ্রহী না। সত্যিই। ফলমূল, ভেষজ, কিংবা প্রকৃতি থেকে পাওয়া যায় এমন যেকোন উপকারী জিনিসে আমাদের আগ্রহ নেই বললেই চলে। 

খাদ্যপন্যে ভেজালের শঙ্কা তো আছেই, সেই সাথে যুক্ত হয় আমাদের বেখেয়ালি জীবনযাপন আর প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা খাবারের প্রতি অনীহা। ফলাফল হিসেবে আমরা দেখতে পাই নানা রকম ছোট বড় অসুখ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, অল্পবয়সেই সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, এমনকি অনেক জটিল ও গুরুতর সমস্যা। 

মানবশরীরে এসব দুর্যোগের প্রতিরোধ গড়ে তুলতেই BanglaPure এর সূচনা।

আগামীর পরিকল্পনা

প্রকৃতি থেকে প্রাপ্ত ভেষজ, অর্গানিক ও আয়ুর্বেদ গুণাগুণ সম্পন্ন বিরল এবং বিশুদ্ধ পন্যসমূহ সুলভে ও সহজে আরও বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে স্বপ্ন দেখি। আমাদের টিম পরিশ্রম করছে আরও বেশি পণ্য আমাদের সংগ্রহে যুক্ত করার।

আমাদের প্রতিজ্ঞা

প্রতিশ্রুত পণ্য সঠিক পরিমাণে আপনার দোরগোড়ায় দ্রুততম সময়ে পৌঁছানো আমাদের সর্বাত্নক প্রচেষ্টা। অধিক মুনাফা নয়, অধিক মানুষকে অধিক পরিমাণে সাহায্য করতে পারা আমাদের ব্যবসায়িক মূল্যবোধ। আর সৎ পরিশ্রমের মাধ্যমে নিজেদের ব্যবসাকে সচল রাখা আমাদের প্রয়োজন। 

আপনাদের সহযোগিতা

শুধুমাত্র নির্ভেজাল পণ্য ক্রয় করেই নয়, বরং আপনার অভিজ্ঞতা জানিয়েও আপনি আমাদের ক্রমবর্ধমান বিকাশের সহযোগী হতে পারেন। তাই আমাদের পণ্য সম্পর্কিত আপনার প্রতিটি মন্তব্য, পরামর্শ, অভিযোগ কিংবা উপদেশ আমাদের কাছে গুরুত্বের।

আমার ঠাণ্ডার সমস্যা হয় ক'দিন পরপর। ওষুধ খেলে ঠিক হয়, কিন্তু পরে আবার ঠাণ্ডা লেগে যায়। অশ্বগন্ধা আর মরিংগা খাচ্ছি। আগের মতন ঘনঘন ঠাণ্ডা লাগা কমেছে। দেখা যাক সামনে কেমন হয়।
ইশরাত জাহান
গৃহিণী | ঢাকা